উত্তরদিনাজপুর

নির্দল সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ, উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার বালিচর এলাকায়

নির্দল সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষের ঘটনায় ফের অশান্ত হয়ে উঠলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের বালিচর এলাকা। ঘটনায় আহত সকলে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গিয়েছে, গোয়ালপোখর ১ নং ব্লকের গোয়াগাঁও ১ নং গ্রাম পঞ্চায়েতের বালিচর এলাকার মহম্মদ কামিল তৃণমূলের থেকে টিকিট না পেয়ে পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ভোটে জিতেও গিয়েছে নির্দল প্রার্থী মহম্মদ কামিল। অভিযোগ, এদিন সকালে আচমকাই গোয়াগাঁও ১ নং গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তৃণমূলের হাসিনা খাতুনের স্বামী মহম্মদ ইদু হুসেন সহ তার দলের কর্মী সমর্থকরা জয়ী নির্দল প্রার্থী মহম্মদ কামিলের বাড়িতে লাঠি ও তরোয়াল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ওই হামলায় কামিলের দাদা কাজিম ও তার বৌদি সহ ১০ জন নির্দল কর্মী গুরুতর জখম হয়। তারপর তাদের গোয়ালপোখরের লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করে। অপরদিকে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করে তৃণমূল। পরে এই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে গোয়ালপোখর থানার পুলিশ।

এবিষয়ে জখম নির্দল কর্মী মহম্মদ কাজিম জানান, তারা নির্দল দলের কর্মী। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী হয়েছেন। এদিন লাঠি, তরোয়াল নিয়ে হামলা করে তৃণমূলের দুষ্কৃতিরা। ঘরবাড়ি ভাঙচুর করে মহিলাদের গায়ে হাত তুলে তাদের মারধর করে। 

এবিষয়ে বিদায়ী প্রধান তৃণমূলের হাসিনা খাতুনের স্বামী তথা তৃণমূল কর্মী মহম্মদ ইদু হুসেন জানান, নির্দলের কর্মী সমর্থকরা এদিন তীর বল্লম নিয়ে আগেই তৈরি ছিল। আর এই নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে এই ঘটনায় তারা কেউ সামিল নয় বলে দাবি করেন তিনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/f5nRa53S-aw